পুঞ্চা থানার বিভিন্ন এলাকায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান আবগারি দপ্তরের।মঙ্গলবার বিকেল ৫ টা নাগাদ আবগারি দপ্তর সূত্রে জানা যায়, পুঞ্চা এলাকার বিন্ধুকোচা,ধাদকিগোড়া,নপাড়া,ভূতাম এলাকায় অভিযান চালানো হয়।অভিযান চালিয়ে ১৬০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ,৭ লিটার চোলাই মদ নষ্ট করা হয়। সাথে ৩ টি অ্যালুমিনিয়ামের হাঁড়ি ও ২ সেট ড্রাম বাজেয়াপ্ত করা হয়।