মাদারিহাট: বীরপাড়ায় মঙ্গলবার পুলিশ গাঁজাখেত নষ্ট করল, মাকড়াপাড়ায় মদ গাড়ি বাজেয়াপ্ত করল আবগারি দপ্তর
মঙ্গলবার বীরপাড়া থানার দলমোড় ২ নং গারোবস্তিতে হানা দিয়ে একটি গাঁজাখেত নষ্ট করে দিলেন বীরপাড়া থানার পুলিশকর্মী এবং আবগারি দপ্তরের কর্মীরা। নেতৃত্ব দেন বীরপাড়া থানার সাব ইন্সপেক্টর দীপায়ন সরকার এবং প্রকাশ মিনজ। বীরপাড়া থানার ওসি নয়ন দাস জানান, গাঁজা গাঁজাগাছগুলি কেটে নষ্ট করে ফেলা হয়। তবে জমির মালিককে চিহ্নিত করা সম্ভব হয়নি। অন্যদিকে মঙ্গলবার দুপুরবেলা ভুটান সীমান্তের মাকড়াপাড়া চা বাগানের বাসা লাইনে হানা দিয়ে একটি গাড়ি আটক করেন আবগারি দপ্তরের ক