জলপাইগুড়ি: SIR সংক্রান্ত কাজে BLO এর চাপ কমাতে এবং তাকে উৎসাহিত করতে ট্রলিতে চেপে তিস্তার মাঝ চড়ে গেলেন জলপাইগুড়ি সদর ব্লকের বিডিও
SIR সংক্রান্ত কাজে BLO এর চাপ কমাতে এবং তাকে উৎসাহিত করতে ট্রলিতে চেপে তিস্তার মাঝ চড়ে গেলেন জলপাইগুড়ি সদর ব্লকের বিডিও মিহির কর্মকার। শুক্রবার দুপুরে তিনি একটি ট্র্যাক্টরে চেপে তিস্তা নদী পেরিয়ে টিম নিয়ে চলে যান বাহির চড় বুথে। জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারী নন্দন পুর গ্রামপঞ্চায়েতে রয়েছে এই চড়টি। চারি দিক দিয়ে তিস্তা নদী এই চড় টিকে ঘিরে থাকায় BLO কে নদী সাঁতরে এই বুথে যেতে হয়।যাবতীয় প্রতিকুলতা কে উপেক্ষা করে নিয়মিত তিনি SIR এর কাজ চালিয়ে যাচ্ছে।তাই তাকে