আউশগ্রাম ২: ডাম্পারে বেআইনিভাবে বালি নিয়ে যাওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করল ছোড়া ফাঁড়ির পুলিশ, বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিকেও
ডাম্পারে করে বেআইনিভাবে বালি নিয়ে যাওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করল ছোড়া ফাঁড়ির পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম মিসবাহুল শেখ। তার বাড়ি কেতুগ্রাম এলাকায়। ধৃতকে বর্ধমান আদালতে তোলা হলে সোমবার আনুমানিক বিকাল সাড়ে ৫টা নাগাদ বিচারক তাকে দু’দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে বর্ধমান বোলপুর ১১৪ নম্বর জাতীয় সড়ক ধরে ওই গাড়িটি অতিরিক্ত বালিবোঝাই করে নিয়ে যাচ্ছিল।