ফালাকাটা: রবিবার রাতে ফালাকাটার দলগাঁও বস্তিতে হাতির হানা নিয়ে সোমবার প্রকাশ করলেন ক্ষতিগ্রস্তরা
কয়েকদিন আগেই ফালাকাটা ব্লকের দলগাঁওবস্তিতে হাতির হানায় এক যুবকের মৃত্যু হয়। তার কয়েকদিন আগে হাতির আক্রমণে আহত হন আরেক যুবক। তবে হাতির হানা বন্ধ হয়নি। রবিবার রাতে ফের একটি দলছুট হাতি দলগাঁওবস্তির ডাঙ্গাপাড়ায় হানা দেয়। এলাকার দুটি বাড়ি ভাঙচুর করে হাতিটি। ক্ষতিগ্রস্তদের মধ্যে আশরাফিল মিয়াঁ সোমবার জানান, রবিবার রাত দশটা নাগাদ হাতিটি তাঁর গোয়ালঘর ভেঙে দেয়। গরুগুলি পালিয়ে প্রাণে বাঁচে। রাজকিরন তিরকি নামে এক যুবক বলেন, প্রতি রাতেই হাতি হানা দিচ্ছে। আ