হরিণঘাটা: SIR-র ফর্ম ফিলাপের কাজে নিজে বুথে দক্ষিণের তৃণমূল কংগ্রেসের সভাপতি।
বাংলা ভোটরক্ষা শিবিরে সকাল চলছে SIR এর ফর্ম ফিলাপের কাজ । আজ হরিণঘাটার ঝিকড়া গ্ৰামে বাংলার ভোট রক্ষা শিবিরে দেখা গেল ভিন্য ছবি। গ্ৰামের দলীয় নেতৃত্বকে কে সঙ্গে নিয়ে নিজের হাতে ছ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের SIR এর ফর্ম ফিলাপ করে দিচ্ছেন নদীয়া দক্ষিনের তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভাপতি দেবাশিস গাঙ্গুলী আজ বেলা ১ টা নাগাদ আমাদের ক্যামেরায় উঠে এলো এমন ই ছবি।