তেহট্ট ১: ছাতিনা মিস্তির পাড়ায় পাওয়া গেল একটি ব্যাগ,এলাকায় ছড়াল চাঞ্চল্য
শনিবার দুপুর আনুমানিক ১২ টা ৩০ মিনিটের সময় কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের ছাতিনা মিস্ত্রি পাড়ার কাছে, একটি বড় ব্যাগ পড়ে থাকতে দেখা পাওয়া যাওয়ায় এলাকায় ছড়াল চাঞ্চল্য এর পরে খবর দেওয়া হয তেহট্ট থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় থানার পুলিশ এবং ঐ ব্যাগটিকে উদ্ধার করে নিয়ে যায়।