হবিবপুর: তিলাইপাড়া গ্রামে আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পে ঢালাই রাস্তা ও সোলার লাইটের কাজের শুভ সূচনা
হবিবপুর ব্লকের মঙ্গলপুরা অঞ্চলের ১২৫ নম্বর বুথের তিলাইপাড়া গ্রামে মাইকু হেমরমের বাড়ি থেকে শৈলেন সরেনের বাড়ি পর্যন্ত প্রায় ৮০ মিটার ঢালাই রাস্তা এবং একটি সোলার লাইট বসানোর কাজের শুভ সূচনা হলো বুধবার দুপুরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়–এর স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান–এর অধীনে পূজা অর্চনা, ঢাক–ঢোল ও নারকেল ফাটিয়ে উদ্বোধন করা হয়।