ধূপগুড়ি: সোনাখালি সংলগ্ন এলাকায় এষিয়ান হাইওয়ে তে পিকআপ ভ্যানের সাথে যাত্রীবাহী বোলেরোর গাড়ির মুখোমুখি ধাক্কা, আহত ৪জন
ধূপগুড়ির সোনাখালি সংলগ্ন এলাকায় এশিয়ান হাইওয়েতে ভয়ংকর দুর্ঘটনায়, পিকআপ ভ্যানের যাত্রীবাহী বুলেরও গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত চারজন। রবিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার সোনাখালি সংলগ্ন এশিয়ান হাইওয়ে ৪৮ এ। জানা গিয়েছে, গয়ারকাটার দিক থেকে ধূপগুড়িতে আসছিল পিকআপ ভ্যানটি, সে সময় উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী বোলেরো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় দুমরেমুচড়ে যায় গাড়ি দুটি।