খয়রাশোল: লোকপুর থানার গঙ্গারামচক কোল মাইন্সে নিরাপত্তা সপ্তাহে চমক, ১২৫ চারাগাছ রোপণ, শ্রমিকদের সুরক্ষায় জোর
খয়রাশোল ব্লকের লোকপুর থানার গঙ্গারামচক কোল মাইন্সে ১৭ নভেম্বর থেকে মাইনস নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে। শনিবার গোক্যুয়েষ্ট সোল্যুশন প্রাইভেট লিমিটেডের উদ্যোগে শ্রমিকদের সুরক্ষা সরঞ্জাম ব্যবহার, নেশামুক্ত অবস্থায় কাজ, ও স্বাস্থ্যজনিত সতর্কতার মতো বিষয় নিয়ে সচেতনতা কর্মসূচি হয়। বিশ্ব উষ্ণায়ন রুখতে খনি চত্বরে ১২৫টি চারাগাছ রোপণ করা হয়। অনুষ্ঠানে ডি.জি.এম.এস–এর আধিকারিক সঞ্জয় কুমার জিম্মিডি, কেশব সিং মিনা, জিএম সমরেশ কুমারসহ বিভিন্ন কর্তারা।