মায়ের নিথর দেহের পাশেই জীবিত তিন বছরের শিশু। এই হৃদয়বিদারক দৃশ্য ঘিরে চাঞ্চল্য ছড়াল সামশেরগঞ্জের তারাপুর হাসপাতাল এলাকায়। বৃহস্পতিবার হাসপাতালের পেছনের বাগানে এক মহিলার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় সামশেরগঞ্জ থানার পুলিশ। শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। মৃত মহিলার পরিচয় ও মৃত্যুর কারণ এখনও অজানা, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।