বামনগোলা: মালদা মেডিক্যাল কলেজের রক্তের চাহিদা মেটানোর জন্য বামনগোলা ব্লকে অনুষ্ঠিত হল রক্তদান শিবির
কীর্ত্তন প্রাঙ্গণেও রক্তদান বামনগোলা ব্লকের বাংলাদেশ সংলগ্ন ঘুটাদহের বটতলী মহানাম সংকীর্ত্তন কমিটির মানবিক উদ্যোগে, পাকুয়াহাট সমবেত প্রয়াস ও সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদার সহযোগিতায় প্রতি বছরের ন্যায় ২ রা ডিসেম্বর ২০২৫ সন্ধ্যায় মহানাম সংকীর্ত্তন চলাকালীন, কীর্ত্তন প্রাঙ্গণে অভিনব রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।