পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে আজ শনিবার বছরের শেষ জাতীয় লোক আদালত সম্পন্ন হয় আর এই বছরের শেষ লোক আদালতে মানুষের ভিড় ও উৎসবের মেজাজ ছিল চোখে পড়ার মতন, ফৌজদারি মানিলন্ডারিং ট্রাফিক আইন ভাঙ্গা ও বিদ্যুৎ বিল মামলা সহ একদিনে ৩১ হাজারেরও বেশি মামলা আদালতে ওঠে এবারের লোক আদালতে, বিশেষ দিক হল বিচারকের আসনে বিশেষভাবে সক্ষম মহিলা পার্বতী জানা,পার্বতী দেবীর জন্ম থেকে দুই হাতে নিয়ে জীবন ধারণের সমস্ত কাজই করতে হয় পা দিয়ে মামলার নিষ্পত্তি পত্রে পা দিয়ে সই করেন.