খয়রাশোল: ফুটবলের মঞ্চেই কড়া বার্তা! ২৫ নভেম্বরের মধ্যেই SIR ফর্ম জমা, দুবরাজপুরের আদমপুরে অনুব্রত মণ্ডলের চূড়ান্ত নির্দেশ
দুবরাজপুর ব্লকের আদমপুর যুব সংঘের পরিচালনায় ডঃ এ.পি.জে. আব্দুল কালাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলায় উপস্থিত বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। রবিবার দিন এই চূড়ান্ত পর্যায়ের খেলায় বক্তব্য রাখেন অনুব্রত মণ্ডল। সেখানেই তিনি ২৫ শে নভেম্বর এর মধ্যে সকলকে SIR এর ফর্ম জমা দেয়ার নির্দেশ দেন। ঠিকই বলেছেন দেখুন।