আলিপুরদুয়ার ১: সোমবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রথম চালু হতে যাচ্ছে অন ফিল্ড ওপেন জিম, সুবিধা নিতে পারবে শতাধিক মানুষ
সোমবার বিকেলে প্রথমবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রথম চালু হতে যাচ্ছে অন ফিল্ড ওপেন জিম।আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালের উদ্যোগে প্যারেড গ্রাউন্ডে ওই জিম চালু হবে বলে খবর।ওই জিম উদ্বোধনের চূড়ান্ত প্রস্তুতি দেখা গেলো রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ। জিমের বাকি থাকা কাজ। গুলোও এদিন শেষ করা হয়েছে।জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই জিম সবাই ব্যবহার করতে পারবে।