খানাকুল ১: মৃতদেহ দাহ করে ফেরার পথে পুরশুড়ার মোড়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে মারতি গাড়ি,আহত চার জন
মৃতদেহ দাহ করে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে মারতি গাড়ি,আহত চার জন।ঘটনাটি ঘটে শনিবার গভীর রাতে পুরশুড়া মোড় এলাকায়।জানা গেছে,ব্যক্তির মৃত্যু দেহ দাহ করে তারকেশ্বর থেকে মারতিতে করে ফেরা পথে মারতির সাথে একটি লরির সংঘর্ষ হয়।মারতির মধ্যে 7 জন যাত্রী থাকলেও তাঁদের মধ্যে 4 জন গুরুতর আহত হন।পুলিসের সহযোগিতায় তাঁদের আরামবাগ মেডিক্যালে নিয়ে যাওয়া হয়।2জনের অবস্থা আশঙ্কজনক।রবিবার আহতদের দেখতে হাসপাতালে পৌঁছান পুরশুড়া বিধায়ক বিমান ঘোষ।তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।