খয়রাশোল: অগ্রহায়ণ কালীর উদ্বোধন করতে এসে দুবরাজপুরে অনুব্রত মণ্ডলের কড়া নির্দেশ পৌরসভার চেয়ারম্যানকে
অগ্রহায়ণ কালীর উদ্বোধন করতে এসে দুবরাজপুরে ভয়ঙ্কর দৃশ্য দেখলেন অনুব্রত, কড়া নির্দেশ পৌরসভার চেয়ারম্যানকে। বুধবার দুবরাজপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নামোপাড়া বাগদী পাড়ায় অগ্রহায়ণ কালীপুজোর সূচনা হল বুধবার। এক সরল কিন্তু সুন্দর আয়োজনে এদিন পুজোর উদ্বোধন করেন জেলা তৃণমূল কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল।