পাঁশকুড়া: শুক্রবার সকালে ধুলিয়াড়ার অদুরে ১৪ নম্বর পুলের কাছে পথ দুর্ঘটনা, আহত ২
শুক্রবার সকাল ৭টা নাগাদ ৬ নম্বর জাতীয় সড়কের ধুলিয়াড়ার অদুরে ১৪ নম্বর পুলের কাছে পথ দুর্ঘটনার কবলে ২ বাইক আরোহী। জানা যায়, পাঁশকুড়া থেকে সিদ্ধার দিকে যাওয়ার পথে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্যারিকেডে ধাক্কা মেরে পড়ে যায় তারা। আহতরা হলেন বালিঘাই এর বাসিন্দা হরিপদ মাইতি, আর পাঁশকুড়ার নারান্দার বাসিন্দা আনসার আলী।পুলিশ তাদের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে এনেছে।