রাজগঞ্জ: নাগরাকাটা বস্তি হয়ে জলঢাকা নদী পার করে তিনটি হাতির একটি দলকে জঙ্গলে ফেরালো বনকর্মিরা
নাগরাকাটা বস্তি হয়ে জলঢাকা নদী পার করে জলঢাকা জঙ্গলে ঢুকে পড়ল তিনটি হাতির একটি দল।এঘটনায় ঐ এলাকায় আতঙ্ক ছড়িয়ে। হাতি দেখতে প্রচুর মানুষের ভীড় জমে যায়।জানা গিয়ে এই হাতির দলটি রাতেই এই জঙ্গল থেকে বের হয়ে নাগরাকাটা চাবাগানে চলে গিয়েছিল। এরপরই খুনিয়া রেঞ্জের বনকর্মিরা এদিন বিকেলে হাতির দলটিকে তাড়িয়ে ফের জঙ্গলে ঢুকিয়ে দেয়। আতঙ্ক থাকলেও এদিন সাত সকালে এই অপূর্ব দৃশ্য উপভোগ করল এলাকার বাসিন্দারা।