ডেবরা: জলিমান্দা এলাকায় পারিবারিক বিবাদে শশুরকে কুড়োলের কোপ,থানায় আটক জামাই
বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের জলিমান্দা এলাকায় পারিবারিক বিবাদের জেরে শশুরকে কুড়ালের কোপ দিল জামাই। জানিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। পরে আক্রান্ত শশুর ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করিয়ে ডেবরা থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার পরে বুধবার দুপুর বারোটা নাগাদ জামাইকে আটক করে ডেবরা থানার পুলিশ।পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা। তবে অভিযোগ পাওয়ার পর ঘটনা তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ।