খানাকুল ১: ঘোড়াদহয় স্কুলের শ্রেণীকক্ষের উদ্বোধনে গিয়ে এলাকাবাসীর জন্য ঠান্ডাগরম পানীয় জলের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিলেন MP
শ্রেণীকক্ষের উদ্বোধনে গিয়ে এলাকাবাসীর জন্য ঠান্ডাগরম পানীয় জলের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিলেন সাংসদ মিতালি বাগ।জানা যায়,খানাকুলের ঘোরাদহ দক্ষিণ রামমোহন প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষের অভাবে ছাত্র-ছাত্রীর সংখ্যা কমছিল।এলাকার মানুষ সংসাদকে শ্রেণীকক্ষ তৈরী করার আবেদন জানিয়ে ছিলেন।সেই আবেদনে সারা দিয়ে নিজের তহবিল থেকে দুটি নতুন শ্রেণীকক্ষ তৈরি করেন সাংসদ।শুক্রবার সেই শ্রেণীকক্ষের উদ্বোধন করেন তিনি।এবার ঠান্ডাগরম পানীয় জলের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন।