গড়বেতা ১: গড়বেতার বেনাচাপড়ার ঘোড়াপাড়াতে জনসংযোগ ও তৃণমূল কর্মীদের নিয়ে বৈঠক করলো বিধায়ক
পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের সাত নম্বর বেনাচাপড়া অঞ্চলের ঘোড়াপাড়া এলাকায় রবিবার জনসংযোগ করলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তরা সিংহ হাজরা, পাশাপাশি এইদিন তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে কর্মী বৈঠক করলেন বিধায়ক, এই দিন বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম সিংহ রায় সহ অঞ্চল ও ব্লকের একাধিক নেতৃত্ব। মূলত সাংগঠনিকের পাশাপাশি আগামী দিনের বিভিন্ন দলীয় কর্মসূচি নিয়ে আলোচনা করা হয় এই কর্মী বৈঠকে।