সাঁইথিয়া: সাঁইথিয়ায় নকল মুদ্রা চক্রে পুলিশের বড় সাফল্য, দুই কারবারি গ্রেফতার
সাঁইথিয়া থানার IC তপাই বিশ্বাসের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে রবিবার গভীর রাতে চালানো হয় সফল অভিযান। নকল মুদ্রা চক্রে জড়িত দুই কারবারি—লাভপুরের হাতিয়া গ্রামের সেখ স্বপন ও সাঁইথিয়ার কল্যাণপুরের আরেক যুবককে গ্রেফতার করে পুলিশ। বহুদিন ধরে নকল মুদ্রা ব্যবসা চালালেও এরা নজরদারির বাইরে ছিল বলে জানা গেছে। আর সেই ছবি উঠে এলো দুপুর নাগাদ আমাদের ক্যামেরায়