তপন: বাঁকুড়ার ঢেকাই কাটা সানতালি মিডিয়াম স্কুলে ফ্রি কোচিং উদ্বোধনে উপস্থিত তপনের বিধায়ক বুধরাই টুডু
শনিবার বাঁকুড়া জেলার রায়পুর ব্লকের ঢেকাই কাটা সানতালি মিডিয়াম স্কুলে অনুষ্ঠিত হয় ফ্রি কোচিং সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠান। এলাকার ছাত্রছাত্রীদের শিক্ষা ক্ষেত্রে সহায়তা করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তপন বিধানসভার বিধায়ক বুধরাই টুডু। তিনি শিক্ষার প্রসার ও সমাজ গঠনে এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন