হবিবপুর: পুলিশের উদ্যোগে উদ্ধার হারানো মোবাইল, হবিবপুর থানায় ফিরল ৩০ জনের ফোন,প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ
মালদা জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হল। বুধবার হবিবপুর থানা প্রাঙ্গণে এই উপলক্ষে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হবিবপুর থানার পুলিশ আধিকারিকরা একে একে মোট ৩০ জন দাবীদারের হাতে তাঁদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন তুলে দেন। পুলিশ সূত্রে জানা গেছে, থানায় জমা পড়া অভিযোগের ভিত্তিতে প্রযুক্তির সাহায্যে মোবাইলগুলি সনাক্ত করে উদ্ধার করা সম্ভব হয়েছে।