রাজনগর: রাজনগর থানার সৌজন্যে পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতা মূলক কর্মসূচী, পদযাত্রায় বিডিও, ওসি সহ বিশিষ্টরা
আজ ২৪ শে নভেম্বর আনুমানিক সকাল ১১ টা নাগাদ রাজনগর থানার সৌজন্যে পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতা মূলক কর্মসূচী গ্রহন করা হয়৷ রাজনগর থানা থেকে বের করা হয় একটি পদযাত্রা৷ থানা মোড়, বড়বাজার, বণিকপাড়া, চৌরাস্তামোড়, বাসস্ট্যান্ড প্রভৃতি রাস্তা পরিক্রমা করে৷ তাতে পা মেলান রাজনগর সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভাশিস চক্রবর্তী, রাজনগর থানার ওসি ইন্সপেক্টর তাপস দত্ত, রাজনগর পঞ্চায়েত সমিতির সহসভাপতি পরিমল সাহা, অন্যান্য বিশিষ্টদের মধ্যে মহম্মদ শরিফ, সেখ নাজু, গাফ্ফার খান, প্রদী