কেশপুর: বিধায়ক তথা প্রতিমন্ত্রীর মানবিক মুখ,পথ দুর্ঘটনায় আহত ব্যক্তির পাশে দাঁড়ালেন কেশপুরের বিধায়ক
মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে পথদুর্ঘটনায় আহত হয় এক ব্যক্তি,জানা গিয়েছে ওই ব্যক্তি মোটর বাইকে করে যাওয়ার পথে অকারণবশত এই দুর্ঘটনাটি ঘটে,সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন বিধায়ক তথা প্রতিমন্ত্রী শিউলি সাহা,নিজের গাড়ি থামিয়ে ওই আহত ব্যক্তির পাশে দাঁড়ালেন বিধায়ক তথা প্রতিমন্ত্রী, দ্রুত কর্মীদের ওই আহত ব্যক্তিকে স্বাস্থ্য কেন্দ্রের নিয়ে যাওয়ার আদেশ দেওয়ার পাশাপাশি এই দিন সন্ধ্যায় তার শারীরিক অবস্থার খোঁজ নেন বিধায়ক তথা প্রতিমন্ত্রী।