মেদিনীপুর: মেদিনীপুর শহরের এক বেসরকারি নার্সিংহোম লাগুয়া লজের ছাদে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শহরজুড়ে
সোমবার সকালে মেদিনীপুর শহরে এক বেসরকারি নার্সিংহোমের লজ থেকে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শহরজুড়ে. স্থানীয়দের ততপরতায় এড়ানো গেল বড় দুর্ঘটনা। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। জানা গিয়েছে, এদিন সকাল প্রায় সাড়ে দশটা নাগাদ হঠাৎই মেদিনীপুর শহরের কেরানীতোলার মোড়ে থাকা একটি বেসরকারি নার্সিংহোম সেন্ট্রাল নার্সিংহোম সংলগ্ন সেন্ট্রাল লজের ছাদে ধোঁয়া উঠতে দেখা যায়। স্থানীয়দের তৎপরতায় তড়িঘড়ি আগুন নেভানো সম্ভব হয়। খবর দেওয়া হয় দমকলে।