পূর্ব মেদিনীপুর জেলা আদালতের আইনজীবী পার্থসারথি মাইতি তোপের মুখে পড়লেন সুতাহাটা থানার পুলিশ গাড়ির ড্রাইভার |জানা গিয়েছে পার্থসারথি মাইতি বিশেষ কাজের সুতাহাটার দিকে বাইক নিয়ে যাচ্ছিলেন সেই সময় সুতাহা থানার পুলিশের একজন এসআই এর নেতৃত্বে পুলিশ গাড়ির ড্রাইভার রাস্তার গাড়িগুলি কাগজপত্র চেক করছিলেন, বাইকে কাগজ দেখানোর পর ওই ড্রাইভারের নম্বর চাওয়াতেই আইনজীবীর সঙ্গে গোলমাল শুরু হয় |ভাইরাল ভিডিওতে জানা গিয়েছে ওই ড্রাইভার আইনজীবীদের চ্যালেঞ্জ করে বসেন |