শান্তিপুর: কৃত্তিবাসের মূর্তি স্থাপনের লক্ষে কৃত্তিবাসের সমাধি স্থলের মাটি মাথায় করে ফুলিয়ায় নিয়ে এলেন MLA পার্থ সারথি চট্টোপাধ্যায়
Santipur, Nadia | Nov 19, 2025 ফুলিয়ায় প্রতিষ্ঠিত হতে চলেছে বাংলায় রামায়ণ এর অনুবাদক কবি কৃত্তিবাস ওঝার পূর্ণাঙ্গ মূর্তি। আর সেই মূর্তি নির্মাণ ও স্থাপনের জন্য বুধবার ফুলিয়ার কৃত্তিবাসে কবি কৃতিবাসের সাংবাধিস্থল থেকে মাটি মাথায় করে ফুলিয়ায় নিয়ে গেলেন রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থ সারথি চট্টোপাধ্যায়। প্রসঙ্গত গত কয়েকদিন আগে ফুলিয়ায় কবি কৃত্তিবাসের মূর্তি স্থাপনের কথা ঘোষণা করে ফুলিয়া টাউনশীপ পঞ্চায়েত কতৃপক্ষ।