ইংরেজবাজার: টোটোর মধ্যে সন্তান প্রসব! ইংরেজবাজার শহরে ফিল্মি কায়দায় টোটোর মধ্যে সন্তান প্রসব গৃহবধূর
টোটোর মধ্যে হলো সন্তান প্রসব। মালদার ইংরেজবাজার শহরের ঘটনা। প্রসব যন্ত্রণা নিয়ে এক প্রসূতি যাচ্ছিলেন চিকিৎসকের কাছে। পথে টোটোর মধ্যেই শুরু হয় তীব্র প্রসব যন্ত্রণা গর্ভ থেকে বেরিয়ে আসে সন্তান। কোনরকমে তার আত্মীয়রা নিয়ে যায় এক স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে। ফিল্মি কায়দায় টোটোর মধ্যে কাপড় জড়িয়ে সন্তান প্রসব করে ওই প্রসূতি। রাস্তাতেই চিকিৎসক শিশুটিকে পরীক্ষা করেন। বর্তমানে মা ও শিশু দুজনেই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।