সাঁতুড়ি: সাঁতুড়ির গড়শিকা গ্রামে রাধাগোবিন্দ জিউ মন্দিরে রাস উৎসব
শনিবার দুপুরে নাগাদ নরনারায়ণ সেবার মাধ্যমে সাঁতুড়ি থানার গড়শিকা গ্রামের তিনদিন ধরে চলা রাধাগোবিন্দ জিউ ঠাকুরের রাস উৎসব শেষ হল। উৎসবের শেষ দিনে পঞ্চগ্রামের প্রায় দেড় হাজার মানুষের উপস্থিতিতে অন্ন ভোগ গ্রহণ করেন তারা।