খানাকুল ১: ১২ চাকা লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল ভাবাদীঘি এলাকার এক ব্যক্তির
১২ চাকা লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির।ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যায় গোঘাটের কাঁটালি এলাকায়।মৃতর নাম সুশীল মালিক।বাড়ি গোঘাটের ভাবাদিঘিয়।পেশায় সুশীল বাবু রাজমিস্ত্রি।জানা গেছে,কেনাকাটা করে রাস্তা পার হচ্ছিলেন সুশীল বাবু।সেই সময় লরিটি দ্রুতগতিতে তাকে সজোরে পিছন থেকে ধাক্কা মারে।স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে।যান চলাচল ব্যাহত হয়।পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে গোঘাট থানার পুলিশ।