খড়গপুর ১: চলন্ত ধৌলি এক্সপ্রেসের হার ছিনতাই দুষ্কৃতীদের, দুষ্কৃতীদের ধাক্কায় ট্রেনের চাকায় হাত কাটা মহিলাকে ভর্তি হলো খড়্গপুরে
কলকাতায় বিয়ে বাড়ি ছেড়ে ধৌলি এক্সপ্রেসে করে মেদিনীপুরে ফিরছিলেন এক মহিলা। ভোগপুর সংলগ্ন এলাকায় ওই মহিলার সোনার চেন ছিনিয়ে পালানোর চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। চলন্ত ট্রেনে ওই টানা হেঁচড়াতে মহিলা পড়ে গিয়েছিলেন ট্রেনের চাকার তলায়। কেটে গিয়েছে হাত। পালানোর সময় দুষ্কৃতীরা ধরা পড়ে যায় গ্রামবাসীদের হাতে। মহিলাকে উদ্ধার করে দুষ্কৃতীদের গ্রেপ্তার করেছে আরপিএফ। খড়গপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর মহিলা রেফার কলকাতায়।