খানাকুল ১: তৃণমূলের BDO গাছ লুঠের টাকা ভাগ পাচ্ছেন, অভিযোগ খানাকুলের BJP বিধায়কের,পাল্টা অভিযোগ BDO'র
তৃণমূলের BDO গাছ লুঠের টাকা ভাগ পাচ্ছেন, অভিযোগ বিধায়কের,পাল্টা BDO।মঙ্গলবার খানাকুল-1ব্লক অফিসে উত্তেজনা ছড়িয়ে পরে।জানা যায়,ঠাকুরানিকচক gp প্রধানের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগে থানায় FIR করেছেন BDO।ঘটনার প্রতিবাদ সহ কয়েকদফা দাবিতে এদিন বিধায়কের নেতৃত্বে BJP নেতা কর্মীরা ব্লক অফিসে ডেপুটেশন দেন।সেখানে BDO'র সাথে বচসায় জড়িয়ে পড়েন বিধায়ক।বিধায়ক BDO'র বিরুদ্ধে গাছের টাকা ভাগ নেওয়ার অভিযোগ তুলেছেন।পাল্টা দোষীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি BDO'র।