ডোমকল: এইমাত্র ভূমিকম্পে কেঁপে উঠল গোটা মুর্শিদাবাদ সহ ডোমকলের বিভিন্ন প্রান্ত
এইমাত্র ভূমিকম্পে কেঁপে উঠল গোটা মুর্শিদাবাদ। শুক্রবার সকাল আনুমানিক দশটা দশ নাগাদ। গোটা মুর্শিদাবাদ সহ ডোমকলের বিভিন্ন প্রান্তে কেঁপে উঠলো। বেশ কিছুক্ষণের জন্য আতঙ্কে ছিল সাধারণ মানুষ। কেউ ঘরের খাটে বসেছিল কেউ তো আবার চেয়ারে বসে ছিল কাঁদতে দেখে সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে বেরিয়ে যাই সকলেই। এবং অনেকেই উলুধ্বনি ও সংখ্য ধ্বনি দেয়।