বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে সামশেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক আমিরুল ইসলাম। অভিযোগে বলা হয়েছে, হরিণঘাটা বিধানসভার বিজেপি বিধায়ক অসীম সরকার পবিত্র কোরআন নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন। সোমবার রাত্রে বিধায়ক আমিরুল ইসলাম জানিয়েছেন, এই ধরনের মন্তব্যে ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।