আলিপুরদুয়ার ১: মথুরায় বিরসা মুন্ডার ১৫০ বছর জন্ম জয়ন্তী উৎযাপনের প্রতিযোগীতা,একদিকে সরকারি অনুষ্ঠান আরেকদিকে বিজেপির অনুষ্ঠান
শনিবার আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গায় বিরসা মুন্ডার ১৫০ বছর জন্ম জয়ন্তী উৎযাপনের হিড়িক দেখা যায়।আলিপুরদুয়ার -১ ব্লকেও বিভিন্ন অনুষ্ঠান নজরে আসে।ব্লকের মথুরা চা বাগানের ক্যান্টিন মাঠে জয় জোহর মেলার আয়োজন করা হয়।বিকেল চারটা নাগাদ মেলার উদ্বোধন হয়।বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে ১৫,১৬ ও ১৭ নভেম্বর তিনদিন ব্যাপী সেখানে মেলা অনুষ্ঠিত হচ্ছে আলিপুরদুয়ার -১ ব্লক প্রশাসনের উদ্যোগে।বিভিন্ন প্রতিযোগিতার সঙ্গে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে।