খড়গপুর ২: নিম্নচাপের কারণে মঙ্গলবার থেকে টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস; বন্যাকবলিত ঘাটাল, ডেবরা, কেশপুর, খড়গপুরে নতুন দুশ্চিন্তা
নিম্নচাপের কারণে মঙ্গলবার থেকে টানা ৩ দিন ধরে পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির পূর্বাভাস। সোমবার রাতে আবহাওয়া দপ্তরের তরফে খড়গপুর, ডেবরা, ঘাটাল, কেশপুর সহ জেলা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। ফলে, বন্যাকবলিত ঘাটাল, ডেবরা, কেশপুর, খড়্গপুর গ্রামীণ সহ জেলার বিস্তীর্ণ এলাকায় নতুন করে প্লাবনের আশঙ্কা দেখা দিচ্ছ। কপালে চিন্তার ভাঁজ পড়েছে বিপর্যস্ত এলাকার বাসিন্দাদের!