মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত হল এক যুবকের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার হবিপুর থানার মালদা নালাগোলা রাজ্য সড়কের হবিপুর রাইস মিল হাট এলাকায়, জানা গেছে রাইস মিল হাট এলাকায় ট্রাকে ধাক্কায় বাইক চালকের মর্মান্তিক মৃত্যু হয়, রক্তাক্ত অবস্থায় বুলবুলচন্ডী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করে, জানা গেছে মৃত্যু যুবকের বাড়ি বুলবুল চন্ডি এলাকায়।