রানাঘাট ২: ধানতলা থেকে গ্রেফতার বাংলাদেশি নাগরিক, জেল হেফাজতে পাঠালো রানাঘাট আদালত
ধানতলা থেকে গ্রেফতার 1 বাংলাদেশি নাগরিক, জেল হেফাজতে পাঠালো রানাঘাট আদালত। সূত্রের খবর, মঙ্গলবার রাতে ধানতলা পুলিশ গোপন সূত্রে খবর পায় ধানতলা এলাকায় আত্মগোপন করে আছে 2 বাংলাদেশি নাগরিক। আর এর পরই ধানতলা পুলিশ অভিযান চালিয়ে এক নাবালক সহ 2 বাংলাদেশীকে গ্রেফতার করে। বুধবার ধানতলা পুলিশ নাবালক বাংলাদেশি নাগরিককে কৃষ্ণনগর আদালতে পাঠিয়েছে। অন্যদিকে ধানতলা পুলিশ সাবালক বাংলাদেশি নাগরিককে রানাঘাট আদালতে পাঠালে বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।