খড়গপুর ২: ডেবরা ও খড়গপুর ২নং ব্লকের বন্যা বিধ্বস্ত গ্রামগুলি পরিদর্শন করে ত্রাণ পৌঁছলেন মহকুমাশাসক
এখনও জলের তলায় ডেবরা ও খড়গপুর ২নং ব্লকের বিভিন্ন গ্রাম। মঙ্গলবার দুপুরের পর সিভিল ডিফেন্সের কর্মীদের নিয়ে বিপর্যস্ত এলাকাগুলি পরিদর্শনের সাথে সাথে, বেশ কিছু গ্রামে ত্রাণ সামগ্রীও পৌঁছে দেন খড়্গপুরের মহকুমাশাসক শ্রী পাটিল যোগেশ অশোক রাও। উদ্ধার করা হয় কয়েকজন মুমূর্ষু রোগীকেও।