তপন: তপন থানা এলাকায় মামাশ্বশুরের বিরুদ্ধে শ্লীলতা হানির অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত
তপন থানার অন্তর্গত এলাকায় এক গৃহবধূর মামাশ্বশুরের বিরুদ্ধে শ্লীলতা হানির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার ওই ঘটনায় তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নামে পুলিশ। শনিবারই অভিযুক্তকে গ্রেফতার করে তপন থানার পুলিশ। রবিবার দুপুরে অভিযুক্তকে আদালতে তোলা হয়। রবিবার রাত ১০টা নাগাদ তপন থানার পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত মামা শ্বশুরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে।