চাকদা: নাবালিকা অপহরণের ঘটনায় যুক্ত সন্দেহে মদনপুর থেকে গ্রেফতার যুবককে জেল হেফাজতে পাঠালো রানাঘাট আদালত
Chakdah, Nadia | Nov 17, 2025 নাবালিকা অপহরণের ঘটনায় যুক্ত সন্দেহে মদনপুর থেকে গ্রেফতার যুবককে জেল হেফাজতে পাঠালো রানাঘাট আদালত। সূত্রের খবর, হাসখালি থানা এলাকার বাসিন্দা এক নাবালিকা গত বুধবার হঠাৎই নিখোঁজ হয়ে যায়। সেই ঘটনায় নাবালিকার পরিবার হাসখালি থানায় নাবালিকাকে অপহরণের অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। আর এর পরই ওই ঘটনায় যুক্ত সন্দেহে মদনপুর থেকে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। এদিন হাসখালি পুলিশ ধৃতকে রানাঘাট আদালতে বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।