মেদিনীপুর: ২০২৬ এর নির্বাচনের আগে ফের সক্রিয় এসএফআই, মেদিনীপুর শহরে প্রকাশ্য সমাবেশ শনিবার
২০২৬ এর নির্বাচনের আগে বিভিন্ন দাবিকে সামনে রেখে ফের সক্রিয়ভাবে মাঠে নামল পশ্চিম মেদিনীপুর জেলার এসএফআই। একাধিক দাবিকে সামনে রেখে প্রকাশ্য সমাবেশ হল মেদিনীপুর শহরের পঞ্চুরচক এলাকায়। মিছিল ঘোরানো হলো মেদিনীপুর শহর জুড়ে।