গড়বেতা ৩: চন্দ্রকোনারোড সারদাময়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা
চন্দ্রকোনারোড সারদাময়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৭৫ তম বর্ষ পূর্তি অনুযায়ী প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় শনিবার, এই দিন সকাল সাতটা নাগাদ চন্দ্রকোনারোড শহর সংলগ্ন নয়াবসত এলাকা থেকে এই দৌড় প্রতিযোগিতা শুরু হয়, এবং শেষ হয় বিদ্যালয় পর্যন্ত। প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কার তুলে দেওয়া হবে বলে এই দিন জানিয়েছেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি রামচন্দ্র পাল।