আলিপুরদুয়ার ১: আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড নিয়ে ডেপুটেশন মহকুমা শাসকের কাছে
আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড নিয়ে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল প্রদেশ কংগ্রেস এমনটাই জানা গেছে কংগ্রেস নেতা শান্তনু দেবনাথ এর কাছ থেকে সোমবার বিকেল পাঁচটা নাগাদ। কংগ্রেস নেতার অভিযোগ রাতের অন্ধকারে প্যারেড গ্রাউন্ড এর মাঝে গর্ত করে কংক্রিটের খুঁটি তৈরি করা হচ্ছে। প্যারেড গ্রাউন্ড আলিপুরদুয়ার বাসীর প্রাণ। এদিন তারা মহকুমা শাসক কে ডেপুটেশন প্রদানের পাশাপাশি ডেপুটেশনের কপি জেলাশাসকসহ বিভিন্ন দপ্তরে জমা দেন। আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামবেন প্যারেড গ্