সত্যং শিবং সুন্দরং সর্ব ভারত সাঁওতাল কমিটির উদ্যোগে আদিবাসীদের বীরযোদ্ধা শহিদ জিতু হেমব্রমের ৯৩তম আত্মবলিদান দিবস রবিবার যথাযোগ্য মর্যাদায় পালিত হল। এই উপলক্ষে মালদার হবিবপুর ব্লকের কেন্দপুকুর খোঁচাকান্দর মোড়ে শহিদ জিতু হেমব্রমের মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।এদিন শ্রদ্ধা জানান হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু, সমাজসেবী প্রতাপ সিংহ, সঞ্জীব সরকার, জিতু হেমরমের পরিবার সহ- অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।