আলিপুরদুয়ার ১: ধান পাকতেই পাটকাপাড়া গ্রামে লাগাতার হাতির হানায় বাড়ছে আতঙ্ক,ভোরে জঙ্গলে ফেরানো হলো হাতি
আলিপুরদুয়ার -১ ব্লকের পাটকাপাড়া গ্রামে লাগাতার হাতির হানায় আতঙ্ক তৈরি হয়েছে।ধান পাকতেই হাতির হানা দেখা যাচ্ছে ওই গ্রামের বিভিন্ন এলাকায়।হাতির হানায় আতঙ্ক যেমন বাড়ছে তেমনই বিভিন্ন জায়গায় ফসল ক্ষতি হচ্ছে।শনিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ জানা গেলো এদিন ভোরেও হাতি হানা হয়েছে। নিমতির জঙ্গল থেকে বেরিয়ে একটি হাতি এলাকায় ঢুকে পড়ে।