হলদিয়া বন্দরে কাসটু তে কর্মরত অবস্থায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু এক শ্রমিকের।নাম মমতাজ আলী সেক,বয়স ৪৬,বাড়ি কাঁথিতে। বৃহস্পতিবার সকালে রিপ্লে কোম্পানির ডাম্পার খালি করার পর ডাম্পারের বডি নামানোর সময় যান্ত্রিক গোলযোগ হয় সেই সময় ওই ব্যক্তি ডাম্পারের ওই জগটি দেখতে যায়, তখনই আচমকা ডাম্পারের বডিটি নিচের দিকে নেমে আসে মাথায় আঘাত পায়। সঙ্গে সঙ্গে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।হলদিয়া মহকুয়া হাসপাতালে ময়নাতদন্ত হলো দুপুরে।